ঢাকা: বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম
শনিবার (৫ জুন) বেলা ১১টার দিকে হাইকোটের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, পরিবেশ রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুই প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন। শুধু খাদ্য পরিপূর্ণতার নয়, বঙ্গবন্ধু দেশকে সবুজায়ন, বনায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে ডাক দিয়েছিলেন। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরে আসেন তখন শত প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের ভারসাম্য বজায় রাখার জন্য সবুজায়নের প্রতি গুরুত্ব দিয়েছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাহউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২১
আরকেআর/এনটি