ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রওশন এরশাদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
রওশন এরশাদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ঢাকা: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ থেকে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে বিরোধীদলীয় নেতাকে সিএমএইচের আইসিইউ থেকে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাহগীর আল মাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিরোধীদলীয় নেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।