ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, সেপ্টেম্বর ২৮, ২০২১
শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা

ঢাকা: সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

এছাড়াও ছাত্র সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার মান ও ছাত্রদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এ নিন্দা ও উদ্বেগ জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধরে তাদের মাথার চুল কেটে দিচ্ছেন! শিক্ষকদের শিক্ষার মান, নৈতিকতা কতটা নিচু হলে এমন আচরণ করতে পারে তা ভাবলেও বিস্মিত হতে হয়! এই ঘটনা প্রমাণ করে যে দেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কতটা কর্তৃত্ববাদী ও অনৈতিক। আমরা সহকারী প্রক্টর ও বিভাগীয় শিক্ষার্থীদের এহ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরকেআর/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।