ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তৃণমূল নেতারা একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ১৬, ২০২১
তৃণমূল নেতারা একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবেন

ফরিদপুর: তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ ফারুক খান।

শনিবার (১৬ অক্টোবর) সকালে নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের পথে ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনে যাত্রা বিরতিকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।


 
ফারুক খান বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিভিন্ন বৈদেশিক সংস্থা যারা এ দেশে বিনিয়োগে আগ্রহী তাদের বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দেবে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। ”

এ সময় বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনের নেতৃত্বে কাউন্সিলরা ফারুক খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাজী সিরাজুল মহিলা কলেজ, শেখ রাসেল স্মৃতি সংসদ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত আরও ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামরুল সিকদার, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোল্লা মো. কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।