ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার সকলের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
‘সরকার সকলের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ’

চাঁদপুর: সরকার হিন্দু-মুসলমান সকলের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর একমাত্র কারণ দেশে গণতন্ত্র নেই।

তাই সরকার দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভায় (১৩ অক্টোবর রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ৪ জন নিহত) ঘটে যাওয়া উদ্ভুত পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান। প্রত্যেক মসজিদের ইমামদের হুকুম করুন, তারা যেন প্রতি ওয়াক্ত নামাজের সময় বলেন- ‘হিন্দু-মুসলমান ভাই ভাই। ’ এ দেশ আমার আপনার সকলের। এখানে যেসব হিন্দু নির্যাতিত হয়েছে তারা আমার ভাই-বোন। যারা নিহত হয়েছে তারাও আমাদের পরিবারের সদস্য।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জামায়াত-শিবিরকে দিয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে। যতোগুলো মন্দির ভেঙেছে সরকার সবগুলো মন্দিরের ক্ষতিপূরণ দিতে হবে। সরকার বিভিন্ন মাদরাসায় যে, ৫ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে সেখানেই মৌলবাদের বীজ রোপণ করা হয়েছে। এ ভুলগুলো সরকারকে শোধরাতে হবে।

সর্বশেষ উত্তেজনাপূর্বক বিষয়টি পুলিশ শক্ত হাতে দমন করায় তিনি পুলিশ প্রশাসন ও স্থানীয় সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯‘ শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, হাবিবুর রহমান রিজু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, হাসিবুদ্দিন হোসেন, জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, সদস্য সারোয়ার তুষার, গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভাসানী অনুসারী পরিষদের ছাত্র নেতা ইসমাইল হোসেন সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।