ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা রনি জামিনে মুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, নভেম্বর ১, ২০২১
ছাত্রদল নেতা রনি জামিনে মুক্ত

নারায়ণগঞ্জ: জামিনে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি। সোমবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন তিনি।

আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সব মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রনি। এ কারণে সোমবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে গত ২১ আগস্ট রাতে ঢাকার মগবাজার থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় দায়েরকৃত তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।