ঢাকা: বাস ভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৩৫ থেকে ৪৫ শতাংশ বৃদ্ধি দিনে-দুপুরে ডাকাতির শামিল উল্লেখ করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মঙ্গলবার (০৯ নভেম্বর) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ কথা উল্লেখ করেন।
বিবৃতিতে জাসদ নেতারা বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ২৩ শতাংশ বাড়লেও বাসে আসন প্রতি ২৭ শতাংশ এবং লঞ্চে আসন প্রতি ৩৫ থেকে ৪৫ শতাংশ ভাড়া কোনো যুক্তিতেই বৃদ্ধি পেতে পারে না।
জাসদের পক্ষ থেকে বলা হয়, বাস ভাড়া আসন প্রতি ২৭ শতাংশ এবং লঞ্চে আসন প্রতি ৩৫ থেকে ৪৫ বৃদ্ধি দিনে-দুপুরে ডাকাতির শামিল। সরকার বার বার পরিবহন মালিক ও লঞ্চ মালিকদের সংগঠন এবং তাদের লেজুড় শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত মাফিয়া সিন্ডিকেটের অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়। এর ফলে সড়ক-নৌসহ পুরো পরিবহন খাত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যে পতিত হয়েছে।
জাসদ নেতারা জোরজুলুম করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরকেআর/এমআরএ