ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সালথায় আ.লীগ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বীর সমর্থন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, নভেম্বর ৯, ২০২১
সালথায় আ.লীগ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বীর সমর্থন সালথায় আ.লীগ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বীর সমর্থন

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়াকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন মার্কা) নুর মোহাম্মদ তোতা মিয়া।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ইউসুফদিয়া হাসপাতাল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে তিনি আ.লীগ মনোনীত প্রার্থীকে সমর্থনের কথা জানান।

নুর মোহাম্মদ তোতা মিয়ার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়া, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, উজ্জল মাতুব্বার, মান্নান মেম্বারসহ স্থানীয় সাংবাদিকরা।

এ সময় তোতা মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। উন্নয়নের মার্কা নৌকা। এ নৌকা মার্কাকে শ্রদ্ধা জানিয়ে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়াকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সে সঙ্গে আমি নৌকা মার্কায় ভোট দিয়ে ফকির মিয়াকে বিজয়ী করবো ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।