খুলনা: নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব যেন সরকারি কর্মকর্তাদের ওপর না পড়ে সেজন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এ প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষের ওপর।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সরকারের হটকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেলের মূল্যে বাড়ায় ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ একযুগ ধরে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশের গণতন্ত্র, আইনের শাসন আজ ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত ও মানবাধিকার বিপন্ন। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটপাট ও শেয়ারবাজার কেলেঙ্কারি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। সরকার মানুষের মূল্যবোধ নিয়ে ব্যবসা করছে।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আমির এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আব্দুল রাকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুল, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শামসুল আলম পিন্টু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, সাদিকুল রহমান সবুজ, নিজামুর রহমান লালু, ওহেদুজ্জামান রানা, মুজিবুর রহমান লিটন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাজ্জাদ আহসান তোতন, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
শেষে নগরের কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা রোডে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআরএম/আরআইএস