ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শার্শায় আওয়ামী লীগের ১৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
শার্শায় আওয়ামী লীগের ১৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার ...

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার  ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ১৫ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

শনিবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাক্ষ ইব্রাহিম খলিল।

বহিষ্কারকৃত নেতাকর্মীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন (কায়বা ইউনিয়ন), উপজেলা কৃষক লীগের সভাপতি আয়নাল হক (উলাশি ইউনিয়ন), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (শার্শা ইউনিয়ন), উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, একই ইউনিয়নের সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান, বাহাদুরপুর  ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পুটখালি ইউনিয়নের নবাগত আওয়ামী লীগ নাসির উদ্দীন, গোগা ইউনিয়নের ওয়াড আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান,  বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক (বর্তমানে কোনো পদে নেই), নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল,ওয়াড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সেলিম রেজা বিপুল (বর্তমানে কোনো পদে নেই)।  

এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্র ৪৭ এর ১১ ধারা অনুযায়ী  জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে সরাসরি দল থেকে বহিষ্কার হবে। ওই ধারা মোতাবেক শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কার করা হলো। একইসঙ্গে দল থেকে বহিষ্ককৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম না করার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।