ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খোকনের বাসা ঘিরে রাখার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
খোকনের বাসা ঘিরে রাখার অভিযোগ

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নরসিংদীর বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২২ নভেম্বর) রাতে রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশ শেষে কিছু নেতাকর্মী খোকনের বাসায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রেখেছে।

রুহুল কবির রিজভী অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানান।

খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা বাংলানিউজকে বলেন, সমাবেশের পরে দুপুরে নরসিংদী বাসার সামনে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এরপরই পুলিশ ওই বাসা ঘিরে রেখেছে। খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীরা বাসার ভেতরে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।