ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে: পররাষ্ট্রমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে: পররাষ্ট্রমন্ত্রী  হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সার্চ কমিটিতে বিএনপির নাম না দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুমড়ে-মুচড়ে ধ্বংস করেছে।  তাই এখন আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই।

বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপির জন্ম। ’ 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালের কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে খুব কম দেশ আছে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। শুধু একাত্তর সাল নয়, পরবর্তীতে গণতন্ত্রকে পরিপক্কতা দেওয়ার জন্য কাজ করে গেছে। ’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে নির্বাচন কমিশন নেই। আমরা সব সময় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করি। বিএনপি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে আসতে হবে। ’

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘সরকারের আন্তরিকতা, পদক্ষেপ ও সবার সহযোগিতায় সিলেট হয়ে ওঠবে ‘মেডিক্যাল হাব’। দেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান এমনভাবে উন্নত করা হবে যে, ভারত-থাইল্যান্ডের বদলে রোগীরা এখানে সেবা নিতে আসবেন। ’ 

তিনি আরও বলেন, ‘সিলেট ওসমানী হাসপাতালে এখন আছে ৯০০ শয্যা। ধীরে ধীরে আরও এক হাজার শয্যা বাড়ানো হবে। সে উদ্যোগ নিয়েছে সরকার। ’

তিনি সিলেটের প্রবাসীদের প্রতি আরও হাসপাতাল-ক্লিনিক স্থাপনের আহ্বান জানান।

এদিন সকালে পররাষ্ট্রমন্ত্রী বিমানযোগে সিলেট পৌঁছান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।