ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শুক্রবার থেকে চার দিনব্যাপী সিপিবির দ্বাদশ কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
শুক্রবার থেকে চার দিনব্যাপী সিপিবির দ্বাদশ কংগ্রেস

ঢাকা: আগামী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে চার দিনব্যাপী দেশের ঐতিহ্যবাহী বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে গুলিস্তানের কাজী বশির মিলায়তনে (মহানগর নাট্যমঞ্চে) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।  

উদ্বোধনী অধিবেশনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, উপদেষ্টা মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, শাহাদত হোসেন, নূরুল হাসান বক্তব্য রাখবেন।

এছাড়া কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান লক্ষ্মী চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখবেন।

উদ্বোধনী অধিবেশনে শেষে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি চলেবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।