ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গোসাইরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, মার্চ ৯, ২০২২
গোসাইরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম    আহত নুরে আলম

শরীয়তপুর: শরীতপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের যুবলীগ নেতা নুরে আলমকে (৩৮) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।  

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মালংচরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত নুরে আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সরদার মালংচরা গ্রামের ইউনুস সরদারের ছেলে ও নাগেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত নুরে আলম বলেন, আমি বাজার থেকে দপ্তরি বাড়ির রাস্তা হয়ে ঘরামী বাড়ির দিকে যাচ্ছিলাম। পথে মাজের ভাঙা রাস্তায় গেলে তিনটি মোটরসাইকেলে সাতজন যুবক হামলা চালিয়ে রাম দা, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এর মধ্যে তিনজনকে চিনতে পেরেছি। এরা হলেন- শহিদুল দেওয়ানের ছেলে শুভ (২২), দেলোয়ারের ছেলে হামিদ (২৪) ও বালুকুড়ি গ্রামের আবু আলমারির ছেলে শওকত। আর চারজনের মুখোশ পরা ছিল। এরা সবাই হত্যার উদ্দেশ্যে আমার ওপরে হামলা করেন।

নুরে আলমের পরিবার জানায়, তাকে হত্যা করার উদ্দেশে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বলেন, অভিযোগ সাপেক্ষে মামলা নেওয়া হবে। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।