ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, মার্চ ২৩, ২০২২
বিএনপি নেতা সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার   মো. রকিবুল হাসান সোহেল

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. রকিবুল হাসান সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এর ফলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় হতে আর কোনো বাঁধা নেই।

  

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপি নেতা মো রকিবুল হাসান সোহেল।   

এর আগে গতকাল সোমবার (২১ মার্চ) কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।    

জানা যায়, বিগত পৌর নির্বাচনে তৃণমূলে জনপ্রিয় থাকা স্বত্বেও দলীয় গ্রুপিংয়ের কারণে বিএনপির মনোনয়ন বঞ্চিত হন ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. রকিবুল হাসান সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের সমীকরণে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করেন।  

ফলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি থেকে তাকে বহিষ্কার করে।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।