ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, এপ্রিল ৩০, ২০২২
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ৪১ সদস্যের কমিটি অনুমোদন

হবিগঞ্জ: মো. মোশারফ হোসেন সভাপতি ও ফয়জুর রহমান রবিনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ৪১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ২৭ জন সহ সভাপতি, ৬ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।


 
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে হবিগঞ্জ থেকে আজিজুল হক আজিজকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য পদ দেওয়া হয়েছে।
 
এদিকে কমিটি অনুমোদনের খবর হবিগঞ্জে পৌঁছুলে ছাত্রলীগের নেতারা হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছেন। প্রায় চার মাস আগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।
 
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।