ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইবরাহিমের বাসায় নজরুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, মে ২, ২০২২
ইবরাহিমের বাসায় নজরুল ইসলাম

ঢাকা: কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সোমবার (২ মে) রাত ৯টার দিকে তার মহাখালী নিউ ডিওএইচএসের বাসায় যান নজরুল ইসলাম।

তিনি  ইবরাহিমের বাসায় কিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় নজরুল ইসলামের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত ২৯ মার্চ বাসায় অসুস্থ হয়ে পড়লে ইবরাহিমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ২১ এপ্রিল তিনি বাসায় ফেরেন।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, মে ০২, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।