ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতারা রাজনীতি করেন ক্ষমতার জন্য: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, মে ৬, ২০২২
বিএনপি নেতারা রাজনীতি করেন ক্ষমতার জন্য: ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যারা বিএনপি করেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন, পীর সাহেবও নন, এমনকি মাওলানাও নন, তারা রাজনীতি করেন ক্ষমতার জন্য।

শুক্রবার (০৬ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি ভোজ্যতেল সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিগত সময়ে বিএনপির সন্ত্রাস, জ্বালাও পোড়াও রাজনীতি প্রসঙ্গে ইনু বলেন, তারা যা কিছু করেছে তা শুধুই ক্ষমতার জন্য। মুখে জনগণের স্বার্থে আন্দোলনের কথা বললেও মূলত ক্ষমতার জন্য গণতন্ত্রের কথা বলছে। তারা সন্ন্যাসী নন, কিন্তু সাজতে চান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।