ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জামায়াতের দুই নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, মে ১৮, ২০২২
ময়মনসিংহে জামায়াতের দুই নেতা গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে নিয়মিত মামলায় তাদের ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রাত সাড়ে ৮টার দিকে বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

এর আগে সোমবার (১৬ মে) রাতে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমন আইনে নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।  

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।