ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল ছবি: ডিএইচ বাদল

ঢাকা: মেগা চুরির কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যখন তারা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ শুরু করেছিল, তখন বলেছিল  প্রয়োজনের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।

কিন্তু আজকে লোডশেডিং কেন? কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, মেগা চুরি।

শনিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিদ্যুতের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, দেশে এই যে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলো আছে, তাদের সঙ্গে চুক্তি হয়েছে বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে টাকা দিতে হবে। সেই ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না করে তাদের নিজস্ব ব্যবসায়ীদের টাকা দিয়েছে। সামিট গ্রুপ কাদের আপনারা জানেন? আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের বড় ভাই আজিজ খান। তাকে ৯ হাজার ২৭৮ কোটি টাকা দিয়েছে। এগ্রিকো ইন্টারন্যাশনাল ৬ হাজার ৯৭০ কোটি টাকা, এরদা পাওয়ার হোল্ডিং ৬ হাজার ৭২০ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ ৪ হাজার ৮৮১ কোটি টাকা, কেপিসিএল ৩ হাজার ৬৩৩ কোটি টাকা, বাংলা ক্যাট ৩ হাজার ৪৭৪ কোটি টাকা, ওরিয়ন গ্রুপ ৩ হাজার ৪৫২ কোটি টাকা নিয়েছে। এরকম ১০টা কোম্পানি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। যা আপনাদের পকেটের টাকা।

তিনি বলেন, গ্যাস উত্তোলনের জন্য আপনি, আমি সারচার্জ দেই। সেই ফান্ড থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা গ্যাস কেনার জন্য দিচ্ছে। এটা আরেকটা বাটপারি, আরেকটা ডাকাতি। একদিকে বিদ্যুৎ উৎপাদনের নাম করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অন্যদিকে এলএনজি, এলপিজি আমদানি করছে সব আওয়ামী লীগের ব্যবসায়ীরা। এরা কারা আপনারা জানেন। আমি নাম উল্লেখ করতে চাই না।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো সভাসমাবেশে বাধা দেওয়া হবে না। কিন্তু কী হয়েছে, আপনারা দেখেছেন। ঢাকা উত্তরের বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলুকে কীভাবে চ্যাংদোলা ও বিবস্ত্র করে তুলে নিয়ে গেছে। দক্ষিণের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, আপনি আজকে গোটা সড়ক ব্যবস্থাকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। শুক্রবারও (২৯ জুলাই) ১১ ছাত্র প্রাণ হারিয়েছে।

‘রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়’ এই খনার বচন উল্লেখ করে তিনি বলেন, এই যে আমরা কষ্ট পাচ্ছি, এর জন্য দায়ী হচ্ছে এই হাসিনা সরকার। চলচ্চিত্র হীরক রাজার দেশে দেখেছেন? সেখানে কী হয়েছে। ওই অত্যাচারী ফ্যাসিস্ট সরকারকে নামাতে হলে কী করতে হবে? ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই একসঙ্গে দড়ি ধরে মারি টান, মারি ধাক্কা। তাহলেই হাসিনা সরকারের পতন হবে।  

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-যুব সম্পাদক মীর নেওয়াজ আলী, মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, শ্রমিক দলের মোস্তাফিজুল করিম মজুমদার, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ।

এর আগে সকাল ৯টা না বাজতেই রাজধানীর বিভিন্ন থানা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।