ঢাকা: সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রোববার (৩১ জুলাই) ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এনপিপি।
এক বিবৃতিতে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, পুলিশের গুলিতে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহত ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা আলামিন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরেই মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজী, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণের কর্মসূচিতে লিপ্ত রয়েছে। একদিকে সরকার সভা-সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা ও আহত করছে। অন্যদিকে আবার নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করছে। সরকারের এই দ্বিচারিতা জনগণের কাছে সুষ্পষ্ট।
তারা বলেন, মূলত এই সরকার মানবাধিকার, বাকস্বাধীনতা তথা জনগণের দুশমন। ভোলা ও ঝালকাঠিসহ দেশের কয়েক স্থানে পুলিশের হামলা এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহতের ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।
প্রসঙ্গত দেশব্যাপী জেলায় জেলায় কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশের অংশ হিসেবে ভোলায়ও রোববার এই কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এতে পুলিশের গুরিতে নহিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএইচ/এমএমজেড