ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
ভোলায় আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা: ভোলায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ আগস্ট) দুপুরে নুরে আলমকে দেখতে গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন নুরে আলমের বড় ভাই মো. আবুল কাশেম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেনিন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহীনুল ইসলাম, ছাত্রদল নেতা কাজী মোক্তার হোসেন ও রাশেদ ইকবাল প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, আহত নূরে আলমের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।