ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারের মূল্য বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন: বাংলাদেশ ন্যাপ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
সারের মূল্য বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন: বাংলাদেশ ন্যাপ 

ঢাকা: ইউরিয়া সারের মূল্য প্রতি কেজিতে ছয় টাকা বাড়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (০৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ ক্ষোভ প্রকাশ করেন।

তারা ইউরিয়া সারের মূল্য পূর্বাবস্থায় রাখার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সারের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত বাতিল ও প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজালমুক্ত সার পৌঁছানোর ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় বলেন, বর্তমান বিশ্বে যে সংকট শুরু হয়েছে তা থেকে রক্ষার অন্যতম উপায় হলো দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও মধ্যস্বত্বভোগী ও দালাল শ্রেণির কারণে তারা সব সময় ফসলের লাভজনক মূল্য পায় না। সারের মূল্য বাড়ায় ফসলের উৎপাদন খরচও বাড়বে। তার প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের ওপর। ফলে সাধারণ মানুষের সংকট আরও বাড়বে, যা কোনোভাবেই দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়।

তারা কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানিয়ে বলেন, দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষার কারণেই সরকারকে সারের মূল্য বাড়াতে হচ্ছে। আর এই দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণির কারণে সরকার ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যর অসহনীয় মূল্য বাড়া, নজিরবিহীন লোডশেডিং, জ্বালানির অব্যবস্থাপনার বিরুদ্ধে, জনগণ সোচ্চার হয়ে উঠছে তখনই সরকারের সারের মূল্য বাড়ানো জনবিরোধী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।