ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোলায় দু’জন নিহতের ঘটনায় বিএনপির কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ভোলায় দু’জন নিহতের ঘটনায় বিএনপির কর্মসূচি রুহুল কবির রিজভী

ঢাকা: ভোলায় পুলিশ গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৪আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে এই কর্মসূচি জানান।

তিনি বলেন, ভোলায় পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ৫ থেকে ৭ আগস্ট তিন দিন সারাদেশে শোক হিসেবে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও দোয়ার আয়োজন করা হবে।

আগামী ৬ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকায়, ৭ আগস্ট জাতীয়তাবাদী কৃষকদল ঢাকাসহ সারাদেশে, ৮ আগস্ট যুবদল ঢাকায়, ১০ আগস্ট শ্রমিক দল ঢাকায়,  ১১ আগস্ট নারী দল ঢাকায় ও আগামী ১২ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সমাবেশ হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।