ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জে শামীম ওসমানের সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, আগস্ট ২৭, ২০২২
নারায়ণগঞ্জে শামীম ওসমানের সমাবেশ শুরু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে আসতে শুরু করেছে নেতাকর্মীদের মিছিল।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।  

সমাবেশ শুরু আগের থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল।

ইতোমধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।