ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় ডোনার। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমিতো বলেছি, বাংলাদেশের রাজনীতির সমকালীন ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সকাল দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে বেলা সাড়ে ১১টায় তিনি চলে যান।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এমএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।