ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

রংপুর জেলা জাপার নতুন আহ্বায়ক কমিটিতে ঠাঁই হয়নি রাঙ্গার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, সেপ্টেম্বর ২১, ২০২২
রংপুর জেলা জাপার নতুন আহ্বায়ক কমিটিতে ঠাঁই হয়নি রাঙ্গার

রংপুর: আগের কমিটি বিলুপ্ত করে রংপুর জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যের এ কমিটিতে ঠাঁই হয়নি মসিউর রহমান রাঙ্গার।

এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরীকে ও সদস্য সচিব করা হয়েছে আবদুর রাজ্জাককে।  

এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার রংপুরের নতুন কমিটিতেও কোনো পদে রাখা হয়নি রাঙ্গাকে। রাঙ্গা রংপুর-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য।

জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সুপারিশে কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার বিকেলে দলের দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।