ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ সাধারণ সম্পাদক হুমায়ুনকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২২
ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ সাধারণ সম্পাদক হুমায়ুনকে শোকজ

ঢাকা: আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) হুমায়ুন কবিরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত চকবাজারে দলের এক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে অসংগঠনিক শব্দ ব্যবহার করায় তাকে শোকজ করা হয়। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী হুমায়ুন কবিরকে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।