ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংঘর্ষে আহত ইডেন ছাত্রলীগের সভাপতি-যুগ্ম সম্পাদক ঢামেকে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
সংঘর্ষে আহত ইডেন ছাত্রলীগের সভাপতি-যুগ্ম সম্পাদক ঢামেকে চিকিৎসাধীন

ঢাকা: ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন সংগঠনের সহপাঠী ও শিক্ষকরা।

সূত্রে জানা যায়, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার বলেন, সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস সংবাদ সম্মেলনে মিথ্যাচার করার প্রতিবাদে অডিটোরিয়ামের সামনে আমরা সংবাদ সম্মেলন করতে প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তারা আমাদের চেয়ার ও লাঠি দিয়ে আঘাত করে। এ ঘটনায় ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতিসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তারাও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন>>

>>> ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।