ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

মহিলা দল ঢাকা মহানগরের ১২ থানার কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, সেপ্টেম্বর ২৭, ২০২২
মহিলা দল ঢাকা মহানগরের ১২ থানার কমিটি বিলুপ্ত

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের ১২টি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার ও সদস্য সচিব নাসিমা আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে উল্লিখিত থানাসমূহের অধীনস্থ ওয়ার্ডসমূহে কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে।

যেসব ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো- শাহজাহানপুর, মতিঝিল, কোতোয়ালী, ধানমন্ডি, কদমতলী, শ্যামপুর, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, হাজারীবাগ, শাহবাগ ও মুগদা থানা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।