ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীর তেজগাঁও জোনে বিএনপির সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
রাজধানীর তেজগাঁও জোনে বিএনপির সমাবেশ

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ১৬টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে মহানগর উত্তর বিএনপির আয়োজনে তেজগাঁও জোনের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজার বিয়াম মিলনায়তন সংলগ্ন সড়কে এ সমাবেশ শুরু হয়।

 

ইতোমধ্যে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

সমাবেশে উপস্থিত হয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নীরব, তাবিথ আউয়াল, এসএম জাহাঙ্গীর আলম, আনোয়ারুজ্জামান আনোয়ার, এবিএম রাজ্জাক, জাসাস নেতা জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ফখরুল ইসলাম রবিন প্রমুখ।  

সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।