ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ মহানগর যুবদলের সা. সম্পাদক শাকিল গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ময়মনসিংহ মহানগর যুবদলের সা. সম্পাদক শাকিল গ্রেফতার  জোবায়ের হোসেন শাকিল

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি বলেন, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে।  

এ ব্যাপারে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু বাংলানিউজকে বলেন, ওই মামলার এজাহারে শাকিলের নাম নেই। অবিলম্বে যুবনেতা শাকিলের মুক্তি দাবি করছি।  

যুবদল নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন শাকিল। এ সময় নতুনবাজার মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।  

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের সংর্ঘষে এক আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।