ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউখালীতে ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
কাউখালীতে ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের উদ্যোগে মানববন্ধনে রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আমরাজুরী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, জাতীয় পাটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, ইউপি সদস্য মাহমুদ হোসেন, রুস্তুম আলী প্রমুখ।  

বক্তারা অবিলম্বে খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুনের কাছে স্মারকলিপি পেশ করেন।

গত সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার শিয়াকাঠী ইউনিয়েনের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামন নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের যাওয়ার সময় জেলার ভাণ্ডারিয়া এলাকায় বসে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় দু’জন আসামিকে গ্রেফতারও করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।