ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধ মন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধ মন্ত্রী 

ঢাকা: মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট সব একসূত্রে গাঁথা৷ বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশের জাতীয়তাবাদ মুছে দিতে একাত্তরের ওই পরাজিত শক্তি এখনও তৎপর রয়েছে৷ 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর সচিবালয় সংলগ্ন পরিবহন পুলে জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুরে থাকায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মেযুক্ত হন।

এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বহুবার হত্যাচেষ্টা করা হয়েছে৷ আসলে ওই শক্তির পাকিস্তানি এজেন্ডা তো এখনও শেষ হয়নি।  

সম্প্রতি বিএনপি নেতারা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ১০ ডিসেম্বরের পর তারা সরকারের পতন ঘটাবেন।  

তাদের উদ্দেশ্য আ ক ম মোজাম্মেল হক বলেন, এর মানে হলো, তারা আবারও দেশে একটা অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। তারা আবারও দেশে এক পনের আগস্ট ঘটাতে চায়।  

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া সভাপতির বক্তব্যে বলেন, জেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কারণ জেলের সকল অপরাধীকে নিরাপত্তা দিয়ে থাকে সরকার। কিন্তু তৎকালীন সরকারই হত্যা করেছিল আমাদের চার জাতীয় নেতাকে।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন ও এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু ।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।