ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় সম্মেলন ঘিরে উত্তেজনা, সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
কুমিল্লায় সম্মেলন ঘিরে উত্তেজনা, সাংবাদিক আহত ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নগরী জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সমাবেশের শুরুতে দুপুর ১২টার পর থেকে উত্তেজনা সৃষ্টি হয়।

সমাবেশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি বিএনপিকে বলবো চারদিন আগে কাঁথা-বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন। কুমিল্লায় সভাস্থলে যা আছে, তার বাইরে আরও তিনগুণ আছে।  

এ সময় সমাবেশস্থলের বাইরে কান্দিরপাড় মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরিত ককটেলের একটি স্প্রিন্টার এসে প্রথম আলোর কুমিল্লার চিত্র সাংবাদিক এম সাদেকের গলায় লাগে। এতে তিনি আহত হন। এম সাদেক স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে পুলিশ গুলি চালায়নি। সাংবাদিক কীভাবে আহত হলেন জানতে পারিনি। খবর নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।