ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফখরু‌লের বক্তব্যের আগেই ব‌্যানার সরালেন বিএন‌পি কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, নভেম্বর ৫, ২০২২
ফখরু‌লের বক্তব্যের আগেই ব‌্যানার সরালেন বিএন‌পি কর্মীরা

বরিশাল: ব‌রিশা‌লে বিএন‌পির বিভাগীয় গণ সমা‌বে‌শে প্রধান অতি‌থি মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের বক্তব‌্য শুরুর আগেই সমা‌বেশস্থ‌লের আশপাশে থাকা ব‌্যানার স‌রি‌য়ে নি‌য়েছেন নেতাকর্মীরা।

শনিবার (৫ নভেম্বর) বিকেল পৌ‌নে ৫টা থে‌কেই সমা‌বেশস্থল বঙ্গবন্ধু উদ‌্যা‌নের সাম‌নের সড়ক চাঁদমা‌রি থে‌কে সমা‌বেশ উপল‌ক্ষে টানা‌নো ব‌্যানার সরাতে থা‌কেন বিএন‌পি নেতাকর্মীরা।

যুবদল কর্মী আমির হো‌সেন ব‌লেন, গণ সমা‌বে‌শ শেষ হওয়ার আগেই এখান থে‌কে সর‌তে হ‌বে, তা না হ‌লে ঝা‌মেলায় পড়‌বো। তাই নেতার ব‌্যানার সরি‌য়ে নি‌চ্ছি।

কাওছার হো‌সেন না‌মে এক ছাত্রদল কর্মী ব‌লেন, সমা‌বেশ শেষ হ‌লে ব‌্যানারগু‌লো নষ্ট করো ফেলবে। তাই আগে ভা‌গেই ব‌্যানার স‌রি‌য়ে ফেল‌ছি।

দেখা যায়, শতা‌ধিক ছোট বড় ব‌্যানার স‌রি‌য়ে ফেলা হয় সমা‌বেশস্থ‌ল থে‌কে। বেশ দ্রুততার সঙ্গে এসব কাজ কর‌ছি‌লেন তারা।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক এ সমাবেশের সভাপতিত্ব করেন।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ