ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
‘আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিতে হবে’ কথা বলছেন জালাল উদ্দীন মজুমদার ।

ফেনী: বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার বলেছেন, আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, বাংলাদেশ এখন বিপ্লবের পটভূমি। যেকোনো সময় বিস্ফোরণ হবে।

যারা দমম পীড়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় তাদের রেহায় হবে না, তারা পালানোর পথ খুঁজে পাবে না।  

সোমবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

বিকেল ৩টায় ফেনী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহ্বায়ক বাবু তপন কর, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল হোসেন, সহ-সভাপতি হাবিব উল্লাহ পারভেজ, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ।  

উপস্থিত ছিলেন বিএনপি ও এর সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।