ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৫৪ জনের নামে মামলা, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আ.লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৫৪ জনের নামে মামলা, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

শনিবার (১৯ নভেম্বর) ছাত্রলীগ কর্মী মো. সোহেল বাদী হয়ে এ মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নূর মোঃ পনেছ, সজিব, আজহারুল ইসলাম বুলবুল ও রাজিব।

এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল জানান, ১০ ডিসেম্বর মহাসমাবেশকে বানচাল করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা কখনো কারো কার্যালয় ভাঙ্গিনি। আমাদের ঘায়েল করা জন্য এ ঘটনা সাজানো হয়েছ।

বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকুর জানান, মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।