ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দামানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
‘মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দামানো যাবে না’ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন -ফাইল ছবি

নারায়ণগঞ্জ: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে জনগণকে নিয়ে সরকার পতন আন্দোলন গড়ে তুলতে হবে। সব বাধা উপেক্ষা আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি মহাসমাবেশ সফল করতে হবে।

সরকার পতন ছাড়া আমরা কেউ সেদিন ঘরে ফিরে যাব না। বিএনপির জনসমুদ্র দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। কোনো মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দামানো যাবে না।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে গোগনগর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এই প্রথম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অধীনস্থ গোগনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন উদ্বোধন করেন মহানগরের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সম্মেলনে ভোটের মাধ্যমে ইউনিয়নের সভাপতি, সাধারণ সস্পাদক ও সাংগঠনিক সস্পাদক নির্বাচিত করেন ১২৬ জন কাউন্সিলর।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক। সদস্য ছিলেন মজিবুর রহমান, আনোয়ার প্রধান ও মাসুদ রানা।

সভাপতি পদে আক্তার হোসেন ও মোক্তার হোসেন, সাধারণ সস্পাদক পদে জাহাঙ্গীর মিয়াজী ও আইয়ূব আলী প্রার্থী হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান লিমন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।