ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ বছরেও হয়নি লক্ষ্মীপুর জেলা আ.লীগের কার্যালয়

মো. নিজাম উদ্দিন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
৭ বছরেও হয়নি লক্ষ্মীপুর জেলা আ.লীগের কার্যালয়

লক্ষ্মীপুর: আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে ঘোষণা হবে নতুন কমিটি।

 

এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে বর্তমান কমিটি গঠন করা হয়। সেই কমিটির কাছে তৃণমূলের প্রত্যাশা ছিল- জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় স্থাপন। কিন্তু সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন তৃণমূলের সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ কমিটির নেতৃত্ব সাত বছর অতিবাহিত হলেও স্থাপন হয়নি নিজস্ব কার্যালয়। আবার তাদের সময়টাতে দলীয় কার্যক্রম উদযাপন হয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিজস্ব বাসায়।  

শীর্ষ এ দুই নেতার বাসভবনই জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে পরিচিত পেয়েছে। সভাপতি গোলাম ফারুক পিংকুর কার্যালয় ছিল জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায়, আর সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর কার্যালয় ছিল পুরাতন মহিলা কলেজ সংলগ্ন তার বাসভবনে।
পৃথক দুই স্থানে কার্যালয় থাকায় সাধারণ নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়তেন। তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের অনুসারীদের নিয়ে তাদের নিজ নিজ বাসভবনে সভা সমাবেশ করেছেন। আর জেলা আওয়ামী লীগের যৌথ সভাগুলো হয়েছে সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর বাসভবনে।  

তৃণমূলের নেতা-কর্মীরা বলছে, বর্তমান কমিটির মাধ্যমে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় স্থাপনের যে প্রত্যশা ছিল, সেটা পূরণ হয়নি। তবে এ কমিটির পক্ষ থেকে জেলা কার্যালয় স্থাপনে শহরের বিভিন্ন স্থানে জমি খোঁজা হয়। সে জমি আর ক্রয় করা হয়নি। দলের সুসময়ে আলোর মুখ দেখেনি জেলা আওয়ামী লীগের কার্যালয়।  

একটি সূত্র বলছে, জমি ক্রয় এবং ভবন নির্মাণে প্রয়োজনীয় অর্থের যোগান না হওয়ায় নিজস্ব কার্যালয় স্থাপন আর বাস্তবায়ন হয়নি।  

এদিকে, পুনরায় জেলা আওয়ামী লীগের সভাপতি হতে পারলে আগামী ছয় মাসের মধ্যে দলীয় কার্যালয় স্থাপনের কথা জানিয়েছেন জেলা সভাপতি গোলাম ফারুক পিংকু।  

তিনি বলেন, বিগত সময়ে আমার ইচ্ছে ছিল নিজস্ব কার্যালয় করার। কিন্তু দলের অন্য নেতাদের সহযোগিতা পাইনি। তারা সহযোগিতা না করায় অফিস করা সম্ভব হয়নি। কিন্তু আমি আবারও সভাপতি হতে পারলে আগামী ছয় মাসের মধ্যে নিজ উদ্যোগেই দলের নিজস্ব অফিস স্থাপন করবো।

বিগত সাত বছরেও যে কার্যালয় স্থাপন করা সম্ভব হয়নি, আগামী ছয় মাসের কীভাবে কার্যালয় স্থাপন হবে -এমন প্রশ্নে সভাপতি পিংকু বাংলানিউজকে বলেন, আমি করতে পারবো। সেই দৃঢ় বিশ্বাস আমার আছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।