ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ছুরিকাহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ঢামেকে মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
যশোরে ছুরিকাহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ঢামেকে মারা গেছেন নিহত আসাদুজ্জামান আসাদ

যশোর: যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ মারা গেছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আসাদুজ্জামান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যশোর শহরের বেজপাড়া বনানী রোডের বাসিন্দা।

আসাদুজ্জামানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছোট ভাই সাইদুর রহমান জানান, গত ৮ অক্টোবর সন্ধ্যায় বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বেলা ১২টার দিকে অস্ত্রোপচারের সময় তিনি মারা যান।

সাইদুর রহমান বলেন, এই ঘটনায় আমি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলাম। আসামিরা হলো, বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার ঘটনাটি জানা নেই। ইতোমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত বুনো আসাদের বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।