ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বার্লিন বিএনপির উদ্যোগে অমর একুশে উদযাপন

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
বার্লিন বিএনপির উদ্যোগে অমর একুশে উদযাপন

যথাযোগ্য মর্যাদায় জার্মানির রাজধানী বার্লিনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বার্লিন বিএনপি।  

মঙ্গলবার রাজধানী বার্লিনের বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় দলটির উদ্যোগে দিবসটি উদযাপনে নেওয়া হয় নানা কর্মসূচি।

কর্মসূচির মধ্যে ছিল সমবেত জাতীয় সংগীত, ভাষা সংগ্রামে শহীদদের উদ্দেশ্য পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া কামনা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিশেষ অতিথি দলটির সাধারণ সম্পাদক গনি মিয়া। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরাগ ও দলের আরেক সিনিয়র সহ-সভাপতি অপু চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, মহিলা দলের সভানেত্রী শিল্পী হোসাইন, বার্লিন যুবদলের সভাপতি হাসিব উদ্দিন ও বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী। আলোচনা সভার সভাপতিত্ব করেন বার্লিন বিএনপির সভাপতি মো: জসিম সিকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: বাবুল বেপারীর সঞ্চালনায় অমর একুশের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন শীর্ষ নেতা কাজী ইদ্রিস, মাসুদুর রহমান বাবলি, মোহাম্মদ জহিরুল ইসলাম জনি,  নিজাম উদ্দিন দোকানদার, রোবেল স্টেরন্কে, এরশাদ মিয়া, সোহাগ আলী, জামান মিয়া, রাকিব ভাই, সফিকুল ইসলাম, এ,কে এম দেওয়ানসহ আরো অনেকে।  

আলোচকগণ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভে ভাষা শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে ভাষা সংগ্রামে সকল শহীদের জন্য দোয়া কামনা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।