ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সুইডেনে প্রবাসী নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
সুইডেনে প্রবাসী নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ঢাকা: নিশীথ সূর্যের দেশ সুইডেনের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজিত করা হয়।

প্রতিযোগিতাটি সুইডেন ও আশপাশের দেশে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য উন্মুক্ত ছিল।

এতে সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত এবং আগত উচ্চ শিক্ষার্থীদের মোট ২২ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) জয়িতা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেহদি হাসান।

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

একক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নাজনীন ইসলাম রনি ও বিদিতা জামান। আর দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম তরু ও বিদিতা জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নিপা সুলতানা কণা ও হিমিকা রিসাদ।

প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত মেহদি হাসান। আফসারুজ্জামান নূর জ্যোতির উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম ও সুইডেনের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শাহ মো. আশরাফুল আলম মোহন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেডেল বিতরণ করেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম।

এ সময় রাষ্ট্রদূত মেহেদি হাসান বলেন, নারীদের জন্য এমন আয়োজন ভূয়সী প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।