পবিত্র রমজানে কোরআন শিক্ষা, সাপ্তাহিক ধর্মীয় সেমিনার থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি শিশুদের মধ্যে ধর্মীয় ও নৈতিকতার শিক্ষা প্রসারে অনন্য প্রয়াস চালাচ্ছে দারুল ইহসান বার্লিন।
বার্লিনের প্রাণকেন্দ্র আলেকজান্দ্রা প্লাটজার কাছে অবস্থিত এই মসজিদটিতে সম্প্রতি শুরু হয়েছে সিরাত লেসনস।
দারুল ইহসান বার্লিনের ব্যবস্থাপনা কমিটি জানায়, বর্তমানে বার্লিনে বাংলাদেশি পরিবার বাড়ছে। এক সময় যারা শিক্ষার্থী হিসেবে জার্মানিতে এসেছেন তাদেও অনেকে বিয়ে করেছেন।
বার্লিনে স্থায়ী বসবাসকারী বাঙালিদের অনেকের ছেলে-মেয়ে হয়েছে। কিন্তু যথাযথ ধর্মীয় শিক্ষার সুযোগ না থাকায় বাবা-মার মধ্যে এক ধরনের হীনম্মন্যতা কাজ করে। শিক্ষা, চাকরি বা ব্যবসা যে কারণেই প্রবাসীরা দেশের বাইরে থাকুক না কেনো, সবাই চান তাদের সন্তানরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। তাহলে অন্তত বাংলাদেশিদের পারিবারিক যে শক্তিশালী বন্ধন রয়েছে সেটা বিদেশ বিভুঁইয়েও অটুট থাকবে। এসব চিন্তা থেকেই মূলত এই উদ্যোগ।
দারুল ইহসান মসজিদের মুসল্লি ও উদ্যোক্তাদের একজন মাসুদ হোসেইন। তিনি জানান, বর্তমান প্রায় ২০০ মুসল্লী এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশি শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়ে থাকে। এছাড়া গ্রীষ্মকালে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মসজিদের বাইরে পর্যাপ্ত জায়গাও রয়েছে।
দারুল ইহসান বার্লিনের ব্যবস্থাপনা কমিটি জানায়, প্রতিনিয়ত জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে। এতে করে শুক্রবারও রমজানে মসজিদে জায়গার সংকুলান হচ্ছে না। এজন্য তারা বার্লিনে বড় পরিসরে নিজস্ব জায়গায় দারুল ইহসান কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছেন। এতে করে বাংলাদেশি শিশু-কিশোররা আরও বেশি করে বাংলা ভাষায় ধর্মীয় শিক্ষা লাভ করতে পারবে।
বার্লিনের বাসিন্দা মাসুদ হোসেইন আরও জানান, অনেক বাঙালি পরিবারের ছোট বাচ্চারা শুদ্ধ ও সুন্দর সাবলীলভাবে বাংলা পর্যন্ত বলতে পারে না। এজন্য দারুল ইহসান বার্লিন বাংলা ভাষায় ধর্মীয় শিক্ষা প্রদান ও ধর্মীয় বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। ধীরে ধীরে যা দারুল ইহসান একাডেমিতে রূপান্তর হবে।
তিনি আরও জানান, ধর্মীয় স্কলার শায়খ মোস্তাফিজুর রহমানকে একাডেমির অধ্যক্ষ হিসেবে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সাতজন শিক্ষক বাংলাদেশি নারী, শিশুদের আরবি ও বাংলা পাঠদানে নিয়োজিত রয়েছে। মাসুদ হোসেইন প্রবাসী জার্মান ও ইউরোপের বাংলাদেশিদের দারুল ইহসান কমপ্লেক্স নির্মাণে সহযোগিতা করার জন্যও অনুরোধ জানান।
উল্লেখ্য, ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ জার্মানির রাজধানী বার্লিনেই প্রায় ৪ হাজার বাংলাদেশি বসবান করেন। এছাড়া জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হামবুর্গ, গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র ফ্রাঙ্কফুট, মিউনিখসহ বিভিন্ন শহরে ছোট পরিসরে বাংলাদেশি কমিউনিটির লোকজন মসজিদ ও বাংলা শিক্ষাকেন্দ্র চালু করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআরএস