ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার

শাহ মুহাম্মদ তানভীর আহমেদ (পর্তুগাল) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন মোরারিয়া বিজনেস ফোরামের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালে বাংলাদেশি সাংবাদিক, ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতাসহ দেশি-বিদেশি অতিথিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত ব্যবসায়িক সংগঠন মোরারিয়া বিজনেস ফোরাম।  

রোববার (১৬ মার্চ) লিসবনের রোমাস্হ লিটন টার্কিশের হলরুমে প্রায় তিনশ অতিথিদের নিয়ে আয়োজিত ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুম আহমদ এবং সদস্য ইকবাল আহমদ কাঞ্চনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।

স্বাগত বক্তব্য দেন মোরারিয়া বিজনেস ফোরামের সদস্য ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনসহ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। এছাড়া উপস্থিত ছিলেন- পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন, আব্দুল মুকিত চৌধুরী সেলিম, আব্দুল হাকিম মিনহাজ, রাসেল আহম্মেদ, শাহাব উদ্দীন।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইমরান খান, যুগ্ম সদস্য সচিব আহমেদ লিটন, সদস্য ডাল্টন জহির, আনোয়ার হোসেন, সুমন হোসেন, লাবনী খাতুন, মোরারিয়া ব‍্যবসায়ী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতাসহ পর্তুগালের ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক নেতারা।  

ইফতারের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।