অনাবিল আনন্দ ও ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্কসহ বিশ্বের নানা দেশের সঙ্গে মিল রেখে জার্মানিতেও রোববার (৩০ মার্চ) উদযাপন করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
এ উপলক্ষে দেশটির রাজধানী বার্লিনসহ অন্যান্য প্রদেশের নানা শহরের মসজিদগুলোতে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও নগরীর ভেডিং এর প্রবাসীদের তৈরি দারুল ইহসান, আল উম্মাহ মসজিদ, নয়াকোলনের বায়তুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত। এদিন সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশ ছাড়াও আফ্রিকার মুসল্লিদের সঙ্গে অংশ নেন সর্বস্তরের প্রবাসী নারীপুরুষসহ নানা শ্রেণীপেশার বাংলাদেশিরাও।
জামাত শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীসহ সর্বস্তরের প্রবাসীদের জন্যও। সবার মাঝে বিতরণ করা হয় ঈদের খাবার। বেশিরভাগ প্রবাসীই দেশে থাকা স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
আরএ