ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে জাতীয় অনার সোসাইটির আজীবন সদস্য হলেন শেখ আকিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, মে ১৪, ২০২৫
যুক্তরাষ্ট্রে জাতীয় অনার সোসাইটির আজীবন সদস্য হলেন শেখ আকিজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বাল্টিমোরে উচ্চশিক্ষা নেওয়া বাংলাদেশি শিক্ষার্থী শেখ মো. আকিজ তিনটি জাতীয় অনার সোসাইটির আজীবন সদস্যপদ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার সোসাইটি ইনডাকশন অনুষ্ঠানে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

জানা গেছে, শেখ মো. আকিজ বেটা গামা সিগমা (আন্তর্জাতিক বিজনেস অনার সোসাইটি), মু কাপা টাউ (জাতীয় মার্কেটিং অনার সোসাইটি) এবং সিগমা নিউ টাউর (জাতীয় উদ্যোক্তা অনার সোসাইটি) আজীবন সদস্য নির্বাচিত হন।  

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, মার্কেটিং ও উদ্যোক্তাবিষয়ক প্রোগ্রামে পড়ুয়া শীর্ষ ২০ শতাংশ শিক্ষার্থীকে এসব সোসাইটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। শেখ আকিজ তার প্রথম সেমিস্টারেই ৪ দশমিক শূন্য গ্রেড পয়েন্ট অর্জন করেন।

শুধু একাডেমিক কৃতিত্ব নয়, উদ্যোক্তা চর্চাতেও যুক্ত রয়েছেন শেখ আকিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন (সিইআই)-এ গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। সেখানে শিক্ষার্থীদের উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছেন। বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সমন্বয় করছেন।  

এর আগে তিনি ইউনিভার্সিটি অব বাল্টিমোর ছাত্র সংসদের (এসজিএ) ভাইস প্রেসিডেন্ট (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা শেখ মো. আকিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পান।

এই অর্জন প্রসঙ্গে শেখ আকিজ বলেন, আলহামদুলিল্লাহ। আমার শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞ। এই স্বীকৃতি হয়তো শেষ নয়, তবে এটি আমাকে আরও বড় কিছু করতে উৎসাহ দেবে। যাতে আমি সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারি একজন গর্বিত বাংলাদেশি হিসেবে।

এই সম্মান তিনি উৎসর্গ করেছেন তার মা ও বড় বোনকে। বলেন, বাবার মৃত্যুর পর মা আমাদের মানুষ করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার বড় বোন ছিলেন আমাদের জীবনের দ্বিতীয় মা। ২০২৩ সালে তাকে হারিয়েছি। কিন্তু তার আত্মত্যাগ ও ভালোবাসা আমার প্রতিটি সাফল্যের পেছনে কাজ করছে। এই সম্মান তাদের জন্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।