ঢাকা: অধিকার আদায়ে দল-মত নির্বিশেষে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বুধবার কানাডার টরন্টোতে এক সেমিনার ও সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি।
টরন্টোর ফার্মেসি অ্যাভিনিউর কমিউনিটি সেন্টারে এইচআরপিবি কানাডা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম। সভায় বক্তব্য রাখেন এইচআরপিবি কানাডা শাখার সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ. সামাদ এবং প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারী।
এইচআরপিবি সভাপতি মনজিল মোরসেদ বলেন, প্রবাসীরা বাংলাদেশে তাদের বিভিন্ন অধিকার থেকে আইনি দীর্ঘসূত্রতার কারণে বঞ্চিত হচ্ছেন। লাখ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে সহায়-সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য গড়ে তোলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তি বা আত্মীয়স্বজন তাদের সম্পত্তি ও ব্যবসা-বাণিজ্য জোরপূর্বক দখল করে নেন। ওই সম্পত্তি উদ্ধারে গেলে প্রবাসীরা নিগৃহীত ও নির্যাতিত হন। এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে তাদের দেশে আসাও বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আইনি দীর্ঘসূত্রতার কারণে প্রবাসীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। প্রবাসীদের হয়রানি থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গঠন করা জরুরি।
প্রবাসীদের অধিকার রক্ষায় ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান জানান মনজিল মোরসেদ।
ইএস/এসআইএস