ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

প্যারিসে ঐতিহাসিক ফরাসি বিপ্লব দিবস উদযাপন

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, জুলাই ১৫, ২০২৫
প্যারিসে ঐতিহাসিক ফরাসি বিপ্লব দিবস উদযাপন ফ্রান্সে ঐতিহাসিক ফরাসি বিপ্লব দিবস উদযাপন।

ফ্রান্সে ঐতিহাসিক ফরাসি বিপ্লব দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

এদিন প্যারিসসহ গোটা ফ্রান্সজুড়ে ছিল জাঁকালো আয়োজন, কঠোর নিরাপত্তা ও আন্তর্জাতিক অংশগ্রহণ।

প্যারিসের শঁজেলিজে অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ। এবারের কুচকাওয়াজে অংশ নেয় মোট ৭০টি বিমানের মধ্যে ৬৩টি ফ্রান্সের ও ৭টি মিত্র দেশগুলোর। উল্লেখযোগ্য ছিল ইন্দোনেশিয়ার ‘প্যাট্রিয়ট টু টাস্ক ফোর্স’ বাহিনীর অংশগ্রহণ, যা ফ্রান্স-ইন্দোনেশিয়া কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়েছে।

আইফেল টাওয়ারের পাদদেশে শঁ দ্য মার্স এলাকায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘কনসার্ট দ্য প্যারিস’, যেখানে বিশ্বখ্যাত শিল্পীরা অংশ নেন। উপস্থিত ছিলেন আইদা গারিফুলিনা, জুলি ফুকস, ব্রুনো দে সা, ডম লা নেনা ও গোতিয়ে কাপুসঁ। রাতের আকাশ আলোকিত করে ১ হাজার ড্রোনের প্রদর্শনী ও আতশবাজি। বিশেষ এই আলোকসজ্জা ফ্রান্স-ব্রাজিল সাংস্কৃতিক বন্ধন এবং পরিবেশগত সচেতনতার প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছে।

উৎসব নির্বিঘ্ন করতে ফ্রান্সজুড়ে ৬৫ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন করা হয়েছে। বিশেষ করে প্যারিস শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শঁজেলিজে এলাকায় অননুমোদিত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং শহরজুড়ে ৫৬০টিরও বেশি তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজারটি আতশবাজি ও পটকা জব্দ করা হয়েছে।

এদিকে বিপ্লব দিবসে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্কুল কেয়ারটেকার ফুসেন্যু সাম্বা সিসে। প্যারিসের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের সময় তিনি ছয়জনকে উদ্ধার করে জাতীয় বীর হয়ে আছেন। তার এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাস্তিল দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানিয়েছেন এবং বিশেষ পদক দিয়েছেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ২০২৬ সালে ৩.৫ বিলিয়ন ইউরো এবং ২০২৭ সালে আরও ৩ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেছেন, মুক্ত থাকতে হলে শক্তিশালী হতে হবে, আর শক্তিশালী হতে হলে ভয়ংকর হতে হবে।

উল্লেখ্য, বিপ্লব দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল লুভর মিউজিয়াম (মিউজে দ্য লুভ)-এর জন্য উন্মুক্ত প্রবেশাধিকার এবং প্যারিসের হোটেল ব্রাক ও প্রঁতঁপ ওসমান-এর ছাদ থেকে বিশেষ আতশবাজি উপভোগের ব্যবস্থা।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাসে বাংলাদেশ এর সর্বশেষ