ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

সাংবাদিক নির্যাতন ও খুনে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ক্ষোভ

মুমিন আনসারি, ফ্রান্স করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, আগস্ট ৮, ২০২৫
সাংবাদিক নির্যাতন ও খুনে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ক্ষোভ ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের ওপর একের পর এক বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। সংগঠনটি বলছে, অপেশাদার আচরণ থাকলেও কাউকে হত্যা বা নৃশংসভাবে আক্রমণ করার কোনো এখতিয়ার সমাজকে দেয়নি।

গত ৬ ও ৭ আগস্ট দুদিনে গাজীপুরে হামলার শিকার হন দুই সংবাদকর্মী।

প্রথম ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট)। গাজীপুরে স্থানীয় দৈনিক বাংলাদেশের আলো-এর সংবাদকর্মী আনোয়ার হোসেন সৌরভ (৩৫) পিটুনির শিকার হন। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এর ঠিক পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) একই জেলায় ভয়াবহতার মাত্রা আরও বেড়ে যায়। প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) একদল সশস্ত্র হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানিয়েছে, সৌরভের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে তুহিন হত্যাকাণ্ডের ক্ষেত্রেও যেমন, তেমনি সৌরভের বেলায়ও মূল পরিকল্পনাকারীরা এখনো অধরা রয়ে গেছে।

এই দুই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সভিত্তিক সাংবাদিক সংগঠন এফবিজেএ। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি ওই দুই সাংবাদিক কোনো অনিয়ম বা অপেশাদার আচরণে জড়িত থেকেও থাকেন, তবে দেশের প্রচলিত আইনের মধ্য দিয়েই তাদের বিচারের আওতায় আনা যেত। কিন্তু এভাবে হত্যা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

সংগঠনটি মনে করে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা নেই। বিবৃতিতে বলা হয়, ‘দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার না হলে এই ধারা চলতেই থাকবে। ’ তারা সরকার ও প্রশাসনের কাছে সাংবাদিক সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এফবিজেএ মনে করে, এ ধরনের আক্রমণ শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর নয়, গণমাধ্যমের স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে দেয়। তারা বলেছে, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ’

সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও যোগ করে বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষা জোরদার করা এবং যেকোনো নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। ’

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।